চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ রোববার মাঠে নামতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট ভক্তদের। পাশাপাশি গণমাধ্যমের বহুচর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে ম্যাচটি। তবে শক্তিমত্তার দিক দিয়ে পরিসংখ্যানে কে কোথায় এগিয়ে তা দেখে নেয়া ভালো।
মরুর দেশ দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল তিনটায় মাঠে গড়াবে ক্রিকেটের এল ক্লাসিকো খ্যাত এই ম্যাচ। সেই দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন হাজারো দর্শক। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান মাঠে নামবে গত আসরের মধুর স্মৃতি নিয়ে আর সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা ভারত মাঠে নামবে গত বারের আসরে হারের বদলা নিতে।
পরিসংখ্যান বলছে, বর্তমানে ভারতের কাছে বারবার হারলেও ওয়ানডেতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। ওয়ানডেতে ১৩৫ বারের দেখায় তারা জিতেছে ৭৩ম্যাচ আর ভারত জিতেছে ৫৭ ম্যাচ। পাঁচ ম্যাচে কোন ফল হয়নি। তবে দ্বিপাক্ষিক সিরিজে এগিয়ে থাকলেও আইসিসি আসরে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তান।
ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ১৩ বার। এরমধ্যে ১০ বারই বিজয়ী হয়েছে ভারত, পাকিস্তান জিতেছে তিনবার। তাও তিনবার আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই আসরে ভারতের জয় দুইবার।আর বিশ্বকাপ মঞ্চে ভারতের একক আধিপত্যের কথা সারা বিশ্ব জানে।
ওয়ানডে বিশ্বকাপে ৮বারের দেখায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ২০১০ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচ খেলে ১২টি জিতেছে তারা। এমনকি ২০১৮ সাল থেকে টানা ছয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচবার মুখোমুখি হয়েছে এই দ্বৈরথ। সেখানে ভারত জিতেছে তিনবার আর পাকিস্তান দুইবার।