মোজাফফরভের গোলে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-02-21 21:53:07

একমাসে পরে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। আর সেখানে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান র্স্পোটিং ক্লাব। লম্বা সময়ের পরে মাঠে ফিরলেও পারফর্মেন্সে কোন কমতি ছিল না আলফাজ আহমেদের দলের।

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ শুক্রবার ঢাকা ওয়ান্ডারর্সকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচের ৩৭ মিনিটে উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভের দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে করা দলকে এগিয়ে যায় সাদা-কালো জার্সি ধারীরা। ম্যাচের ৮১ মিনিটে আবারো উজবেক মিডফিল্ডারের হেড থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রহিম উদ্দীন। মোহামেডানের সঙ্গে ব্যবধান গোছাতে চাইলে আরো দুঃখ বাড়ে ওয়ান্ডারর্সের।

৯ মিনিট পরে আবারো গোলমুখ দখল করেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। তার দাপটে গোলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এ জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আলফাজ আহমেদের শিষ্যরা।

এ সম্পর্কিত আরও খবর