বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে বাজি, তিন জুয়াড়ি আটক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-21 20:35:07

দুবাইতে গতকাল রোহিত শর্মাদের বিপক্ষে যখন মাঠে নাজমুল হোসেন শান্তরা, ঠিক তখনই ভারতের গোয়ার এক গ্রামে জমে উঠে জুয়ার আসর! বাংলাদেশ-ভারত ম্যাচে চার-ছক্কা কিংবা আউট এসব নিয়েই চলছিল জুয়ার বাজি। কিন্তু বাধ সাধে স্থানীয় পুলিশ! সেই আসরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে ধরে ফেলেছে গোয়া পুলিশ।

বৃহস্পতিবার ম্যাচ চলাকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ অফিস। আটককৃতরা হলেন- মাকসুদ মোদান (২৮), আসিফ জিয়াউদ্দিন ভাই (২৫) ও রিজভান ভাস (২০)। তারা সবাই গুজরাটের বাসিন্দা। এ সময় জুয়ারি চক্রের কাছ থেকে ৪টি মোবাইল, ১টি ল্যাপটপ ও ১টি রাউটার সহ জুয়া সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যে গুলোর আনুমানিক বাজারমুল্য প্রায় ১.১০ লাখ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ার পানাজির শহরের উপকণ্ঠের গ্রাম পিলারনেতে অভিযান চালায় গোয়া পুলিশ। সেখানে জুয়ার প্রস্তুতিকালে ধরা পড়ে আটককৃতরা। মূলত ভারতে খেলাধুলায় জুয়ার হার কমানোর জন্য পদক্ষেপ নিয়েছিল দেশটির পুলিশ। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালায় তারা

এ সম্পর্কিত আরও খবর