আফগানদের জিততে চাই ৩১৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-02-21 19:09:07

স্পিন নির্ভর আফগানিস্তান। করাচির উইকেটেও স্পিনাররা সুবিধা পাবেন-এমন কথা হচ্ছিল। কিন্তু আজ ভিন্ন দৃশ্যই দেখালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে কম রানে আটকাতে পারলেন না রশিদ খান- মোহাম্মদ নবীরা।

আফগানদের জন্য নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রানের বিশাল পুঁজি ছুঁড়ে দিল প্রেটিয়ারা। লক্ষ্যটা যে সহজ নয় তা বলেই দেওয়া যায়!

আজ শুক্রবার করাচির মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মাঠে নামার আগে মোহাম্মদ নবিদের স্পিনে প্রত্যাশা ছিল আফগানদের। তবে ওপেনিংয়ে নামার রায়ান রিকেলটনের সেঞ্চুরি হাঁকানো ইনিংস সেই আশায় ছিড় ধরায়। ১০৬ বলে ১০৩ রানে করে রান আউট হন তিনি। এটিই ওয়ানডেতে ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমা ব্যাট হাতে ৭৬ বলে করেন ৫৮ রান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির দেখা পান তিনি।

চারে নামা র‌্যাসি ভেন ডা ডুসেন আর এইডেন ম্যাককারামের জুটিতে রানে গতি বাড়ালেও ৪৩ ওভারের মাঝামাঝিতে হাসমাতউল্লাহ শহীদির হাতে তালুবদ্ধ হন ডুসেন। মাঠ ছাড়ার আগে ৪৬ বলে ৫২ রান করেন তিনি। এরপর মাঠে নামা কেউ বেশিক্ষণ স্থির হতে না পারলেও দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান এইডেন মার্করাম। তাতে ৩৬ বলে ৫২ রান তোলে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রান তুলে প্রোটিয়ারা।

আফগানদের হয়ে বল হাতে ২টি উইকেট তুলে নেন মোহাম্মদ নবী। আর একটি করে উইকেট নেন নুর আহমেদ, ফজল হক ফারুকী ও আজমতুল্লাহ ওমরজাই।

এ সম্পর্কিত আরও খবর