‘মুখে হাসি রাখলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-21 17:46:58

ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। যদিও ভারতের ঘরোয়া আসর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দেখা যায় তাকে। তবে মাঠে না থাকলেও সারাবছর ধরে প্রায়শই খবরের শিরোনাম হন তিনি। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এখনো সমান জনপ্রিয়। ব্যক্তিগতভাবে বেশ নিয়মবদ্ধ জীবনযাপন করেন তিনি। এবার ক্ষমা করাকে মহৎ গুণ উল্লেখ করে প্রশংসায় ভাসছেন ধোনি।

গতকাল বৃহস্পতিবার নিজের নামে সফটওয়্যার ‘ধোনি অ্যাপের’ উদ্বোধন করতে এসে জীবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনেকটা দার্শনিক উত্তর দিয়ে গেলেন ক্যাপ্টেন কুল খ্যাত এই ক্রিকেটার।

৪৩ বছর বয়সী ধোনি বলেন, ‘জীবনকে যতটা পারা যায় সহজ রাখুন। সহজ ভাবে দেখুন। নিজের প্রতি সৎ থাকুন। যারা তোমার ভালো চায়, তোমার জন্য যারা মন থেকে কিছু করে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। কোনও কিছুকে জন্মগত অধিকার বলে ধরে নিও না। আমি সব সময় বিশ্বাস করি, মুখে হাসি রাখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনার যদি স্বচ্ছন্দ না লাগে, যদি সেটা করা কঠিন বলে মনে হয়, ক্ষমা করে দিন। সেই শক্তি সঞ্চয় করুন। সবার কিন্তু সেই ক্ষমতা থাকে না।’

সেখানে তিনি আরো বলেন, ‘আমরা আস্তে আস্তে বড় প্রতিশোধপরায়ণ হয়ে পড়ছি। আমরা বলি, অমুক আমার নামে এটা বলেছে, তমুক আমার নামে সেটা বলেছে। ভুলে যান সে সব। নিজের জীবন নিয়ে আনন্দে থাকুন।’

ওই অনুষ্ঠানে অবশ্য নিজের অবসর নিয়েও কথা বলেছেন তিনি। অবসর নিয়ে ধোনি বলেন, ‘সেই ২০১৯ সালে আমি জাতীয় দলের ক্রিকেট ছেড়েছি। অনেক দিন হয়েছে। এরপরের সময়টাতে শুধু ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছি। হয়ত আরও কিছু বছর খেলব। আমি তো খেলার যোগ্য এখনও।’

এ সম্পর্কিত আরও খবর