চাপে থাকায় ভালো করতে পারছেন না কোহলি!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-21 16:37:27

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলের মতে ফর্ম ফিরে পেতে বিরাট কোহলি আপ্রাণ চেষ্টা করছে। যেটা তার ফর্ম ফিরে পাওয়াকে আরো কঠিন করে তুলছে, কারণ বর্তমানে খারাপ সময়ের মধ্যে আছেন তিনি।

২০২৩ বিশ্বকাপের পর ৬টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাত্র ১৩৭ রান সংগ্রহ করেন কোহলি। যেখানে মাত্র একটি হাফ সেঞ্চুরি আছে তার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের প্রথম ম্যাচে গতকাল ৩৮ বলে ২২ রান করে বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনের বলে আউট হন।

কোহলিকে নিয়ে ইএসপিএন-ক্রিকইনফোতে তিনি কুম্বলে বলেন, ‘কোহলি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। এত দীর্ঘ সময় ধরে সে এমন কোনো রান পায়নি, তাই আমি মনে করি সে একটু বেশিই চেষ্টা করছে।’

কুম্বলে আরো বলেন,‘যখন আপনার ওপর ফর্মে ফেরার চাপ থাকে এবং দলের প্রত্যাশাও বেশী থাকে, তখন আপনি হঠাৎ করে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করেন। তারপর ভালো করার জন্য খুব বেশি চেষ্টা করেন। যখন আপনি এমনটা করেন, তখন আপনি আসলে স্বস্তিতে থাকেন না। আমি নিশ্চিত, যে সেরা ইনিংসগুলো সে (কোহলি) খেলেছে, সে তখন এসব কিছু নিয়েও ভাবেনি। সেরা বোলিং পারফরম্যান্সগুলোতেও, সে এসব কিছু নিয়ে ভাবেনি।’

চাপকে পাশ কাটিয়ে ম্যাচে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,‘আমি মনে করি সে একটু বেশি চেষ্টা করছে। আপনি দেখতে পারেন যে সে কীভাবে তার ইনিংসটা খেলছে। তাকে শুধু এটা নিয়ে চিন্তা না করতে হবে। রোহিত যখন মাঠে আসে, তখন তার কাছে স্বাধীনতা থাকে কারণ অনেক ব্যাটসম্যান আছেন এবং সবাই দুর্দান্ত ফর্মে। একইভাবে বিরাটের জন্যও, তাকে এসে শুধু কিছুই না ভেবে খেলতে হবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘সব খেলোয়াড়ই ক্যারিয়ারে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। কিন্তু তাকে ব্যাট করতে দেখে আমি মনে করি, সে নিজের ওপর অনেক বেশি চাপ দিচ্ছে। তাকে শুধু একটু বিশ্রাম নিতে হবে এবং অন্য কিছুর চিন্তা না করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর