ফিলিস্তিনের গাজাত সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৯ মার্চ) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটি জানায়, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই হামলায় ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।
এতে বলা হয়, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা যুদ্ধবিরতির চুক্তির চরম লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধ। ইসরায়েলের অব্যাহত আগ্রাসন নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, যা গাজার জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ ব্যাহত করছে।
অবরোধের কারণে মানবিক সহায়তা বন্ধ হয়ে গেছে, যা গাজাকে বসবাসের অনুপযোগী করে তুলছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনীর মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সতর্ক করেছে।
বাংলাদেশের জনগণ সব সময় ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে এনসিপি জানায়, তারা ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে দৃঢ়ভাবে ফিলিস্তিনিদের পাশে রয়েছে।
পার্টির পক্ষ থেকে বলা হয়, শান্তিপ্রিয় দেশ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত এখনই পদক্ষেপ নেওয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার করতে হবে এবং দখলদারিত্ব, বর্ণবাদী নীতি ও মানবতাবিরোধী অপরাধের অবসান ঘটাতে হবে।