জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশের ঘোষণা করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়েল মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এই নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে।
নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছেন আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব পদে জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখপাত্র আশরেফা খাতুন ও মুখ্য সংগঠক পদে তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী দায়িত্ব পালন করবেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব পদে মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।
কমিটি ঘোষণা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সংঘর্ষের সৃষ্টি হয়।