জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনের হট্টগোলের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়েল মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে।
বিকাল তিনটায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময়সূচি থাকলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত বিকাল ৫টা ১৫মিনিটেও আত্মপ্রকাশ ঘোষণা করতে পারেনি তারা।
এসময়, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘প্রাইভেট ছাড়া কমিটি, মানবো না, মানি না’ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে।