জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম একদিন বাড়ানো হয়েছে। প্রথমে দুই দিন দেওয়া হলেও দ্বিতীয় দফায় ২ দিন বাড়িয়ে ৪দিন করা হয়।
তৃতীয় দফায় আরও একদিন বাড়িয়ে ২৪ নভেম্বরও বিক্রি ও জমা নেওয়ার কথা নিশ্চিত করেছেন যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
সেই সাথে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হচ্ছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া সাক্ষাৎকারে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে।
২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২০ নভেম্বর দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। প্রথম দিনে ৫৫৭টি, দ্বিতীয় দিন ৬২২টি এবং তৃতীয় দিন ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জাতীয় পার্টি দাবি করেছে।