বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও ১০ শিশু জন রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলে বগুড়ার ৬৫ জন পজেটিভ। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া
৭০টি ফলে বগুড়ার ৩৩ জন করোনা পজেটিভ।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে ৪ জন, শিবগঞ্জে ৪ জন, শাজাহানপুরে ২ জন, গাবতলীতে ২ জন, ধুনটে ২ জন এবং শেরপুরে একজন। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন।
বগুড়ায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ১১৩৫ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।