সাভারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। গত কয়েক দিন আগেও ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিলো ৩০ জনের বেশি।
মঙ্গলবার (৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
তিনি জানান, সাভারে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তবে গত ৫ জুন ৪৬ জনের নমুনায় আক্রান্তের সংখ্যা ছিলো ১৬ জন। এর পর থেকে ক্রমান্বয়ে ৬ জুন ৮৩ জনের নমুনায় আট জন, ৭ জুন ৯৪ জনের নমুনায় ১২ জন ও ৮ জুন ৭৭ জনের নমুনায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এর আগে ২৪ ঘণ্টায় প্রায় একই পরিমাণ নমুনায় ৩০ জনের ওপরে পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে।
দিনে দিনে আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সাভারে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন। বর্তমানে বেশির ভাগ মানুষই স্বাস্থবিধি মানছেন না। তারা মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। স্বাস্থবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্বাস্থবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত হলে সাভারে আক্রান্তের সংখ্যা আরও কমিয়ে আসবে বলে মনে করেন ডা. সায়েমুল হুদা।
সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ জুন ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৭ জনের দেহে করোনার অস্তিত্ব মেলে।
সাভারে এখন পর্যন্ত মোট ২৭২৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৬১৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন, মৃত্যুবরণ করেছেন ১৮ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আটজন। ২৫৫ জনেরও বেশি রোগীকে হোম আইসোলেশন রাখা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।