করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নোয়াখালীর দু’টি উপজেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।
লকডাউনের কারণে ঢাকা-নোয়াখালী রেল রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রায় এসেছে পরিবর্তন।
মঙ্গলবার (৯ জুন) থেকে লকডাউন কার্যকর করা হওয়ায় এখন থেকে নোয়াখালী নয়, কুমিল্লার লাকসাম থেকে চলাচল করবে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস। বুধবার সকালে লাকসাম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে নোয়াখালীকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তাই মন্ত্রণালয়ের নির্দেশে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নোয়াখালী-ঢাকা রুটে চলাচল করবে উপকূল এক্সপ্রেস।
মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাহাব উদ্দিন। তিনি বলেন, নোয়াখালী রেড জোন হওয়ায় এখন থেকে লাকসাম থেকেই চলাচল করবে উপকূল এক্সপ্রেস।