জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার নওয়ানা গ্রামের দুলাল হোসেন (৩৫), কাজীপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহুরুল। পথে নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের মুখোমুখি মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ সময় গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলালও মারা যান।