রাঙামাটিতে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য, যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) জেলা শহরের একটি ব্যক্তি মালিকানাধীন রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন রাজনৈতিক দল আমাদের শত্রু নয়। সকলে বন্ধু। দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি।
জামায়াতের এ নেতা আরও বলেন, কুরআন সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। রমজানের কাজ হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। অন্তর পরিশুদ্ধ হলে অন্যায়, অবিচার কাজ থেকে বিরত থাকা যায়।
তিনি বলেন, এই এক মাসের রোজার মাধ্যমে রুহানী শক্তি বৃদ্ধি করতে হবে, তাকওয়া গুণাবলি অর্জন করতে হবে। কুরআন শুধু তেলওয়াতের জন্য নয়, জানা বুঝা আমাদের জন্য ফরজ। যাকাত কোন দয়া দক্ষিন্ন নয়। নামাজের পর যাকাতের কথা বলা হয়েছে। স্বচ্ছ মুসলমানগণদের জন্য যাকাত ফরজ। ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের যাকাত দিতে অনুরোধ জানান।
মাহফিলে বিশেষ আলোচক ছিলেন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ,
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাসেমুল হক খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জাহাঙ্গির আলম।
এসময় কেন্দ্রীয় বিএনপির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা পরিষদের সদস্য হাবিব আজম, মিনহাজ মুর্শিদ, এলডিপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমা, বিভিন্ন আলেমগণ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে কুরআন তেলওয়াত করেন, মাও: আবুল বশর। ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য ও মুসলিম উম্মার উন্নয়নে দোয়া ও মোনাজাত করেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।