অবৈধ ইটভাটা উচ্ছেদকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
-
-
|

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকিতে 'ফেমাস ব্রিকস' নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। অভিযানে আবাসিক ও আবাদি জমির পাশে গড়ে ওঠা পরিবেশ অধিদফতরের অনুমোদনবিহীন ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদকালে হামলার শিকার হয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
অন্যদিকে, ইটভাটা মালিকপক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়েই প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করে। বাধা দিলে প্রশাসনের লোকজন তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।