পোশাক শ্রমিকদের চক্ষু সুরক্ষায় গাজীপুরে আয়োজিত হলো ইন্ডাস্ট্রিয়াল সাইট টেস্টিং প্রোগ্রাম। মানবিক সাহায্য সংস্থা’র আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এবং শফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সমন্বয়ে নর্দান ফ্যাশনস লিঃ-এর উদ্যোগে ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয় এই চক্ষুসেবা কর্মসূচি। আট দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক ও কর্মচারীকে চক্ষু পরীক্ষা করা হয়।
নর্দান ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ হাসান এ কর্মসূচি উদ্বোধন করেন। উক্ত কর্মসূচির জন্য বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, রিফ্র্যাকশনিস্ট এবং আধুনিক চক্ষু পরীক্ষা সরঞ্জাম নিয়োজিত হয়। এছাড়াও চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী ব্যবহার ও ফ্লায়ার বিতরণ করে একটি সচেতনতামূলক অনুষ্ঠানও পরিচালিত হয়।
প্রোগ্রামটি সম্পর্কে নর্দান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাঈদ হাসান বলেন, আমরা সবসময়ই আমাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন। আর করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হিসেবে এমন দক্ষ আই কেয়ার টিমের সহযোগিতায় এই আই ক্যাম্পটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও শ্রমিকদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে শফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন এবং মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) চক্ষুসেবা কর্মসূচির এটি একটি দুর্দান্ত উদ্যোগ।
তিনি আরও বলেন, আমাদের চক্ষু স্বাস্থ্য এবং প্রেসবায়োপিয়ার মতো বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা উচিত যা জীবনযাত্রার মান এবং উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে। এই চক্ষু শিবিরের মাধ্যমে আমাদের অনেক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের চিকিৎসা হচ্ছে দেখে আমি আনন্দিত।
উল্লেখ্য, আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি), মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) দ্বারা পরিচালিত একটি অ-লাভজনক সংস্থা, যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বমোট ৬৩৩টি চক্ষুশিবির বাস্তবায়ন করেছে। এ পর্যন্ত মোট দুই লাখ ১০ হাজার ২৬৬ জনকে বিনামূল্যে চক্ষুসেবাসহ ২০ হাজার ২৯১ জনের চোখে সার্জারি সম্পন্ন করেছে মানবিক সাহায্য সংস্থা’র আই কেয়ার প্রোগ্রাম। এছাড়াও এ পর্যন্ত মোট ৮টি শিল্প প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল সাইট টেস্টিং প্রোগ্রাম পরিচালনা করে মোট ৬৬৯৬ জন শ্রমিককে চক্ষুসেবা প্রদান করেছে আই কেয়ার প্রোগ্রাম।