সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় ছিলেন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন নিহতের মা ছবেদা খাতুন। তিনি বলেন, এর আগে বাসায় গিয়ে হামলা করেছে তারা, কালকে রাতেও হামলা করেছে, বাসায় পায়নি। বাইরে গিয়ে খুঁজে পেয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কি কারণে এই হামলা, তা আমি জানিনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।
গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার গাজিরচটের দক্ষিণ বাইপাই এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), মো. হারুনের ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলার মো. রফিকের ছেলে মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজিরচটের আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো: ইব্রাহিম (৪৮) ও দক্ষিণ গাজীরচটের মৃত সোহেল মিয়ার ছেলে মো: রমজান (২৬)। এঘটনায় এজাহার নামীয় ৯জন পলাতক রয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, হামলার পর ১ ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত আছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। আসামিদের মধ্যে অধিকাংশই কিশোর। তারা এলাকায় আধিপত্য বা প্রভাব বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বাকি যারা পলাতক আছে তাদেরও গ্রেফতার করতে অভিযান চলছে।