চাঁদপুরে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2025-02-26 14:20:21

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, প্রশাসন ও আইনগত সক্রিয়তা জোরালো করার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার হাজীগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ মধ্য বাজার থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বড় মসজিদ মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশে ঘটে যাওয়া জানা-অজানা সব ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড, প্রশাসন ও আইনগত সক্রিয়তা জোরালো করার দাবি জানান।

অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ‘নারী নির্যাতন বন্ধ কর’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমরা বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে ওই সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর