‘শিক্ষার্থীদের সৃজনশীলতা-নেতৃত্বের দক্ষতা অর্জন করা জরুরি’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2025-02-24 20:21:35

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নূরুজ্জামান বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করা জরুরি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক ক্রীড়া উৎসবের আহ্বায়ক মো.আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর, সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মো. বশির আহমদ।

ইংরেজী বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী। পরে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর