দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স'মিলে লাগা আগুন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
এর আগে এদিন রাত সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ আগুন নিয়ন্ত্রণে গেলেও ২টি ইউনিট ফেরত পাঠানো হয়। পরে ৯ ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাশেদ বিন খালিদ বলেন, রাত সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৩ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পরে ২টি ইউনিট ফেরত পাঠানো হয়। এরপর রাত অটা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, স'মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগের সিলিন্ডার বিস্ফোরিত হয়।
স্থানীয়রা জানান, প্রথমে এক কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকেভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কি-না এ বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে সেনাবাহিনী,পুলিশ ও র্যাবের সদস্যরা ছুটে এসেছে বলেও জানা গেছে।