পল্টনে মোটরসাইকেলসহ ছিনতাইকারী গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-21 19:58:17

রাজধানীর পল্টন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ পল্টন মডেল থানাধীন ভিআইপি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম তানভীর আহম্মেদ নিজাম (৩১)।

এ সময় তার হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পল্টন মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে পল্টন মডেল থানাধীন ভিআইপি রোডস্থ টয়োটা গার্ডেন নামক দোকানের সামনের রাস্তায় ছিনতাই করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং তানভীর আহম্মেদ নিজামকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতারকৃত নিজাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে পল্টন ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর