ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা |

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ১০টার পর তাকে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আদালতে সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাকে গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তদন্ত সংস্থার সেফ হোমে নিয়ে উভয়পক্ষের আইনজীবী ও চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি শুনানির নির্ধারিত দিনে আসামির বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল ও তদন্তে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মো. মিজানুর রহমান, গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতে আসামিরপক্ষে শুনানি করেন আইনজীবী নাজনিন নাহার।

শুনানি ও আদেশ শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালে কার্যতালিকায় প্রথমে ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে শুনানি। সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ২৩ জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় গ্রেফতার ৮ জনকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে।

এ সম্পর্কিত আরও খবর