দীপু মনির ১৬ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-02-13 15:44:08

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে অ্যাকাউন্টগুলোর মধ্যে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

জানা গেছে, তার ১৬টি অ্যাকাউন্টে মোট ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা ছিল, তবে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর