রমজানে মসজিদে লাইভ ও ভিডিও নিষিদ্ধ সৌদিতে

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-22 19:30:01

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পবিত্র রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই নিষিদ্ধের আওতায় সরকারি টেলিভিশন নয়। যে চ্যানেল থেকে মসজিদে হারাম ও মসজিদে নববির নামাজ সম্প্রচার করা হয়। ওই চ্যানেলে এই দুই মসজিদ থেকে সরাসরি নামাজ সম্প্রচার করা হবে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদগুলোর পবিত্রতা ও ইবাদত-বন্দেগির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।

ইমাম ও ধর্মীয় নেতাদের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ও ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

প্রতিবছর রমজানের আগে সৌদি কর্তৃপক্ষ মসজিদসংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত করার জন্য এ ধরনের নির্দেশনা জারি করে থাকে।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এ নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ও উমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে।’

তিনি আরও জানান, এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর