ইতিহাস অনুসন্ধানী গবেষকরা পবিত্র নগরী মক্কার ১২টি পাড়া-মহল্লার কথা উল্লেখ করেছেন, যেগুলোর নাম নবী কারিম (সা.)-এর সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে। এ ছাড়া এমন কিছু এলাকা রয়েছে, যেগুলোর নাম কমপক্ষে ৫০০ থেকে ৬০০ বছরের পুরনো।
এমবিসি টিভির দিস উইক অনুষ্ঠানে সৌদি আরবের ইতিহাসবিদ সামির বারকা এসব কথা বলেছেন।
তিনি বলেন, মক্কার প্রাচীনতম পাড়াগুলোর মধ্যে একটি হলো- শিয়াবে বনি হাশেম, যেখানে নবী মুহাম্মদ (সা.) আনন্দের সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। এই মহল্লাতেই আবু তালেব এবং সাইয়্যিদা খাদিজা (রা.)-এর বাড়ি এবং দারুল আরকাম অবস্থিত।
সামির বারকা পবিত্র নগরী মক্কার জনপ্রিয় এলাকা মিসফালাহ সম্পর্কে বলেন, ‘তুলনামূলক নিম্নগামী ঢালু হওয়ায় এই এলাকার নামকরণ করা হয় মিসফালাহ। আপনি জানেন, মক্কা একটি উপত্যকার মতো। এখানে প্রবেশ করতে হলে আপনাকে উঁচুতে উঠতে হবে, যেখান থেকে নেমে আপনি মক্কায় প্রবেশ করবেন, সেই কারণেই এই এলাকার নামকরণ করা হয়েছিল মিসফালাহ (ঢাল)।’
আশ শুবাইকা এলাকার নামকরণ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেন যে, এটি এমন একটি জায়গা ছিলো- যেখানে সেনাবাহিনী জড়ো হত বা সংঘর্ষ হত। আবার কেউ কেউ বলেন যে, এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল আশ-শুবাইকা আল-হুসানি নামে এক ব্যক্তির নামে।
আবু কুবাইস পর্বত (জাবালে আবু কুবাইস) সম্পর্কে বলা হয় যে, এটিই ছিল পৃথিবীর প্রথম পর্বত; যার পর অন্যান্য পর্বতমালার উদ্ভব হয়েছিল। হেরা পর্বত বা জাবালে নূর পর্বত সম্পর্কে সকলেই জানেন যে, ইসলামের আলো প্রথম এখান থেকেই আবির্ভূত হয়েছিল, যা বিশ্বের প্রতিটি কোণকে আলোকিত করেছিল।