এরই মধ্যে নানারকম ইসলামি সঙ্গীত দিয়ে অসংখ্যবার শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় নাশিদ-শিল্পী তারিক বিন আজাদ। তবে এবারেরটি আরও সুন্দর, হৃদয়গ্রাহী মরমি কথা ও সুরে জীবনঘনিষ্ঠ একটি নাশিদ গাইলেন তিনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘হিসাব বুঝে নাও’ শিরোনামের নাশিদটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
নাশিদটিতে আখেরাতের সঙ্গে মানুষের অবধারিত সম্পর্ককে মর্মস্পর্শী ভাষায় গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
নাশিদটির কথা লিখেছেন মাসুম বিল্লাহ, ভিডিও সাজিয়েছেন আহমেদ সাইদ, সাউন্ড ডিজাইনে ছিলেন ফজলে রাববি, আর সুর করেছেন শিল্পী তারিক বিন আজাদ নিজেই।
তার আশা, বিগত সময়ের মতো এ নাশিদটিও দর্শক-শ্রোতারা দারুণভাবে গ্রহণ করবেন। তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।