বাংলাদেশ-ভারত সীমান্তে ১ বছরে ৪৬১ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে জব্দকৃত এই পণ্যের পরিমাণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার (১১ মার্চ) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান।
সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোরাচালানের কার্যক্রম প্রতিরোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ২৪ ঘণ্টা নজরদারি ও টহল রয়েছে।
মন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২ হাজার ৮০৬ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিএসএফ। এর মধ্যে কেবল গত বছরই জব্দ করা হয়েছে ৪৬১ দশমিক ০৭ রুপির পণ্য; যা গত এক দশকের মধ্যে এক বছরে সর্বোচ্চ।
নিত্যানন্দ রাই বলেছেন, আন্তঃসীমান্ত চোরাচালান প্রতিরোধে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে বিএসএফের অতিরিক্ত জওয়ান মোতায়েন, সীমান্ত বেড়া নির্মাণ, ফ্লাডলাইট স্থাপন, নৌযান ও নৌকার ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। জলবেষ্টিত সীমান্ত অঞ্চলে সীমান্ত পর্যবেক্ষণ চৌকি স্থাপন করা হয়েছে।