পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে হামলা চালিয়ে সেনা সদস্যসহ ১৮২ জনকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। উদ্ধার অভিযান বন্ধ করে সেনাবাহিনী ওই এলাকা ত্যাগ না করলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে তারা।
মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে সন্ত্রাসীরা ‘জাফর এক্সপ্রেস’ নামে ওই ট্রেনে গুলি ছোড়ে সেটিকে থামিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। এরপর ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে অভিযান চালায় সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ এবং রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটির মধ্যে প্রায় ৪০০ যাত্রী ছিল। তারা একটি সুড়ঙ্গে আটকা পড়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রেনের চালক।
বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা জানান, বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। ওই এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে যেতে বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।