দিল্লি বিধানসভার ভোট আজ, চলছে ত্রিমুখী লড়াই

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-05 10:57:52

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। ৭০ আসনবিশিষ্ট বিধানসভার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এবারের লড়াই হচ্ছে ত্রিমুখী। প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস।

ত্রিমুখী এ লড়াইয়ে অনেক বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে বিজেপি আশা করছে। তবে বিভিন্ন জনমত সমীক্ষায় বলা হচ্ছে, পাঁচ বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লিতে টানা তৃতীয় বার ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। এদিকে গত দুটি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর জয়ের জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস । এবারের ভোট তাই শতাব্দীপ্রাচীন কংগ্রেসের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিন দিল্লির ৫৮টি অসংরক্ষিত এবং ১২টি সংরক্ষিত (তফসিলি জাতি) বিধানসভা আসনে ৬৯৯ জন প্রার্থীর ‘ভাগ্য’ নির্ধারণ করবেন ১ কোটি ৫৬ লাখ ভোটার।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ১৩ হাজার ৭৬৬টি বুথে হচ্ছে ভোটগ্রহণ। দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়ছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে।

নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছে ৩৫ হাজার ৬২৬ জন পুলিশ, ১৯ হাজার প্রহরী এবং ২২০টি আধাসামরিক বাহিনীর সদস্য। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফল জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর