জনপ্রিয় নায়িকা পরীমনি কাজ নিয়ে যেমন চর্চায় থাকেন, তেমন তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে মূলত তার ঠোঁটকাটা স্বভাবের জন্য আলোচনা-সমালোচনা দুই ই হয়। নায়িকা নিজেও সমানতালে অ্যাক্টিভ থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদেরও বরাবরই সরব দেখা যায় কমেন্টবক্সে।
আবারও তেমনভাবে আলোচনায় এলেন পরীমনি। তার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট আগুনের মতো ভাইরাল হচ্ছে। পরী পোস্ট করে লিখেছেন, ‘আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখো, সে যেন তোমার দুঃখের কারণ না হয়। সোনা!’
ভক্তদের ধারণা, সাবেক স্বামী শরীফুল রাজকে খোঁচা মেরেই এই পোস্ট করেছেন তিনি। এই পোস্টের কমেন্টে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘পরী রাজকে ভুলতে না পেরে এমন পোস্ট করেছে।’ আরেকজনের মন্তব্য করেছেন, ‘রাজকে মিস করে কষ্ট না পেয়ে, নিজে নিজেকে ভালোবাসুন।’
প্রসঙ্গত রাজ-পরীর বিচ্ছেদের আড়াই বছর চলেছে। ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রণয় এবং সেই থেকে পরিণয় হয়েছিল সাবেক এই তারকা জুটির। ২০২১ সালের ১৭ অক্টোবর তাদের বিয়ে হয় এবং বছর দুই না গড়াতেই ২০২৩ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান তারা। সংসারজীবনে একমাত্র পুত্র সন্তান পুণ্যের জন্ম হয়, যে এখন পরীর কাছেই আছে।
নানা সমালোচনার মধ্য দিয়ে বিচ্ছেদের হয় তাদের। অন্যান্য সহ অভিনেত্রীদের সঙ্গে রাজের নাম জুড়ে কাদা ছেটায় পরী। বিচ্ছেদের পর রাজকে ঘৃণা করার কথা প্রকাশ্যেই উল্লেখ করেন পরী, তবে বিবাহিত অবস্থায় রাজের প্রতি তার অগাধ ভালোবাসাও প্রকাশ পেত। ভক্তদের মতে, তাই হয়তো সন্তানের বাবাকে নিজের জীবন থেকে একেবারে মুছে ফেলতে পারছেন না পরী।
বিচ্ছেদের পর এক কন্যা সন্তানকের দত্তক নিয়েছেন পরী। ছেলে মেয়েকে নিয়ে একাই থাকছেন নায়িকা। তবে বেশ কিছুদিন ধরে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে বন্ধুত্বের রসায়নও ভক্তদের নজর এড়ায়নি।