হাসপাতালে ভর্তি হয়েছেন এ আর রহমান

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম |

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এ আর রহমান। বুকে ব্যথা ওঠায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে চেন্নাইয়ের গ্রিমস রোডের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৫৮ বছর বয়সী রহমানকে সকাল ৭:৩০ মিনিটে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম সহ কয়েকটি পরীক্ষা করা হয়।

রোববার সকালে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালকের এনজিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।

সম্প্রতি, রহমানের সাবেক স্ত্রী সায়রা জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছিল। যদিও তাদের বিচ্ছেদ হয়ে গেছে তবুও তার খারাপ সময় সাবেক স্ত্রীর পাশে ছিলেন রহমান। বিচ্ছেদের সময় একসঙ্গে ৩০ বছর পার করতে না পারার ব্যাপারেও দুঃখ প্রকাশ করেছিলেন এ আর রহমান।    

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা 

এ সম্পর্কিত আরও খবর