কখন খুব একা লাগে জানালেন পরীমণি

, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2025-03-10 19:42:14

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে সবচেয়ে বেশি চর্চায় আছেন উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। গত ৫ মার্চ এক পুরষের বুকে মাথা দিয়ে ছবি তুলে তা পোস্ট করা এবং পরে সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে মুছে দেওয়ায় পরীর নতুন প্রেম উঠে এসেছে দারুণ আলোচনায়। নেটিজেন ধরেই নিয়েছেন মুখ না দেখতে পাওয়া ওই পুরুষ গায়ক শেখ সাদীই!

তবে ব্যক্তিজীবনে নাকি পরী বড্ড একা। সে কথাই একটু তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এই নায়িকা। পরী লিখেছেন, ‘আহারে জীবন! কতো পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোস্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো।‘

চিত্রনায়িকা পরীমণি । ছবি: ফেসবুক

এরপর তিনি লিখেছেন, ‘এই যে আমি, কতো অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমন ভাবে একা ! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো।’

সবশেষে পরী লিখেছেন, ‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কতো কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না।
রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর...’

চিত্রনায়িকা পরীমণি । ছবি: ফেসবুক

এদিকে, সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তার শুটিং এখনো শুরু হয়নি। তাই এই নায়িকার এখন কোন শুটিং-এর ব্যস্ততা নেই। তিনি বরং নিজের পোশাকের ব্র্যান্ড বডি’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে পরী ধরা দিয়েছেন নতুন লুকে। কেননা, পরীর দীঘল কালো চুল আর কালো নেই, ধরেছে বিদেশিনীদের মতো সোনালি রঙ! তিনি চুলে রঙ করিয়েছেন। 

এ সম্পর্কিত আরও খবর