বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক-এর সদস্য জেনির নামে এলো বলিউড মিউজিক কপি করার অভিযোগ। ভক্তদের মধ্যে বিশ্ববিখ্যাত এই তারকাকে নিয়ে হচ্ছে তর্ক-বিতর্ক।
আসছে জেনির প্রথম একক অ্যালবাম ‘রুবি স্টুডিও অ্যালবাম’। সম্প্রতি সেই অ্যালবামের জেনির নতুন গান ‘লাইক জেনি’র একটি অংশ টিজারে প্রকাশ করা হয়। প্রকাশের পরই সমালোচনার মুখে পড়েন জেনি। নেটিজেনদের দাবি, এই গানটিতে বলিউড সিনেমার ‘রানি’ গানের সুর নকল করেছেন জেনি।
জেনির প্রথম একক অ্যালবামের একটি গান প্রকাশ পেয়েছে। ৭ মার্চ আসবে ২য় গান ‘লাইক জেনি’। এই গানের টিজার প্রকাশের পর ‘রানি’ অ্যান্থমের সঙ্গে শুরু হয় তুলনা। দুইটি গানের সুর প্রায় হুবহু একইরকম। জেনির গান প্রকাশের পরেই ভারতীয় ভক্তরা কমেন্ট সেকশনে জেনিকে নকল করার জন্য সমালোচনা করতে শুরু করে।
২০২৩ সালে প্রকাশ পায় ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। করণ জোহরের প্রযোজনায় সিনেমায় অভিনয় করেন রণবীর সিং এবং আলিয়া ভাট। ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের চরিত্রের নাম ছিল রানি। তার চরিত্রের থিম মিউজিক তৈরি করেছেন সঙ্গীতপরিচালক প্রিতম। সেই মিউজিক কপি করেছেন কোরিয়ান সঙ্গীতশিল্পী জেনি।
তবে অনেকে জেনির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, দুটো গানে কোনো মিল নেই। রানি গানে ভারতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, যা জেনির গানের সঙ্গে মিল নেই। কেবল মিল বলতে দু’টো গানের প্রবাহে নামের বারবার রিপিট হওয়াকে বলা যেতে পারে। তবে এতে গান চুরি করা হয়েছে- তা বলা চলে না।
বিনোদন জগতে একজনের কাজ থেকে অন্য কারো অনুপ্রাণিত হওয়া খুবই স্বাভাবিক। প্রিতমের নামেও এর আগে বহু গান নকল করার অভিযোগ ছিল ভক্ত-সমালোচকদের। তার বিখ্যাত গানের সঙ্গে কোরিয়ান মিউজিকের মিল খুঁজে পেয়েছেন অনেকে। এবার পাশা উল্টে তার গানের নকল হওয়ারই গুঞ্জন উঠলো। অনেক সময় এইরকম সুর চুরির ঘটনায় আদালত অবধি মামলা গড়ায়। আসলেই দু’টো গান কতটা মিল তা বোঝা যাবে ৭ মার্চ, ‘লাইক জেনি’ প্রকাশ পাওয়ার পর।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস