প্রকাশ পেল ঢালিউড কিং শাকিব খানের প্রতিক্ষিত সিনেমা ‘বরবাদ’- এর টিজার। গত কয়েক বছরে তিনি কাজ করছেন আগের তুলনায় কম, তবে প্রতিটি কাজই প্রশংসা পাচ্ছে। বরবাদও সে ধারার ব্যতিক্রম নয়। তবে শাকিবের সিনেমা এলেই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় সমানতালে। বরবাদ সিনেমায় শাকিব খানের দৃশ্যায়নে চরিত্রের মৌলিকতা নিয়ে উঠছে প্রশ্ন। টিজার দেখে শাকিব ভক্তরা আপ্লুত হয়ে অভিনেতার প্রশংসায় ভাসছেন। দেশে-বিদেশে অনেক সমালোচক শাকিব খানের এটিটিউডের প্রশংসা করেছেন। তবে অন্য পাশে হচ্ছে সমালোচনা।
রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’ থেকে অনুপ্রাণিত হয়েছে বরবাদ সিনেমা। তুমুল আলোচিত এবং ব্যবসাসফল বলিউড মুভি থেকে কপি করা হয়েছে শাকিব খানের লুকস এবং হিংস্র গ্যাংস্টারের চরিত্র- এমনটাই দাবি ভক্তমহলের একপক্ষের। শাকিবের চরিত্র, ড্যামকেয়ার এটিটিউড, টিজারের শুরুতে নারী সংলাপ, বাবা চরিত্রে মিশা সওদাগর এমনটি টিজারের শেষ দিকে হেলিকপ্টারের সামনে অস্ত্রহাতে শাকিব খানের বিচরণের সাথেও অ্যানিমেল সিনেমার এয়ারপোর্ট সিনের মিল খুঁজে বের করেছেন অনেকে।
‘বরবাদ’–এর টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য, সিনেমাটি মৌলিক গল্পের নাও হতে পারে। হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অ্যানিমেলের সঙ্গে মিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমে মেহেদী হাসান বলেন, ‘এটি একদমই আলাদা একটি গল্প। এখানে আমরা আগে বলেছি অ্যানিমেল সিনেমার ভায়োলেন্সের সঙ্গে দর্শক কিছুটা মিল পাবেন। শুধু এটুকুই। এর মানে এই নয়, সিনেমাটি কপি। এটা আমরা আগেই বলেছি। দর্শক ভায়োলেন্স সিনেমাগুলোর মধ্যে অনেক বিষয়েই মিল পাবেন। সেগুলো সিনেমার উপকরণ, গল্পের প্রয়োজনে দেখানো হয়। এর মানে এই নয়, পুরো গল্পটি এক। এটুকু বলব, দর্শকদের জন্য নতুন কিছু আসছে। এ জন্য সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে এসে দেখতে হবে।’
চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বরবাদ। তার একমাস আগে প্রকাশ করা হয়েছে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। তবে এই সময়ের মধ্যেও গল্পের মূল ভিত্তি বেশ স্পষ্ট। প্রতিটি মূল চরিত্রে এবং তাদের ভূমিকার ঝলক দেখা গেছে। তবে টিজার জুড়ে রাজত্ব ছিল প্রধান চরিত্রে অভিনয় করা শাকিব খানের। হিংস্র গ্যাংস্টার রুপে পর্দায় এসে ভয় ধরিয়েছেন তিনি।
‘বরবাদ’ ছবির টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে! যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। আরেক বিশাল চমক দেখা গেল টিজারের একদস শেষ ভাগে। অল্প কয়েক সেকেন্ডে দেখা যায় ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তর চরিত্রকেও। শাকিব খানের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে তাকে। ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এও দেখা গেল ইধিকা পালকে, এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। সুপার স্টার শাকিব খান এবার মেগাস্টার তকমা নিয়ে হাজির হয়েছেন। বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন।