গুরুতর জখম জনপ্রিয় বলিউড গায়ক গুরু রান্ধাওয়া। হাসপাতালে ভর্তি বিখ্যাত এই গায়ক। গানের পাশপাশি অভিনয় করছেন গুরু। এ বার সিনেমার সেটেই ঘটল দুর্ঘটনা। পরবর্তী ছবি ‘শওকিন সর্দার’-এর শুটিং করছিলেন। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন গুরু।
গলায় সার্ভিক্যাল কলার। মাথায় ব্যান্ডেজ, গালে রক্তের ছোপ, চোখেমুখে চোটের দাগ। হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখেই ক্যামেরায় পোজ় দিয়েছেন গুরু। গায়ক সমাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘‘আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল অটুট। বিন্দুমাত্র নড়চড় হয়নি। ‘শওকিন সর্দার’ ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।”
হাসপাতালে শয্যাশায়ী গুরুকে দেখে উদ্বেগে তার অনুরাগীরা। গুরুর এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংহের মতো তারকারাও।
দিন কয়েক আগে মহাকুম্ভে গিয়ে স্নান সেরে এসেছেন। ফিরে শুটিং শুরু করতেই এই বিপত্তি। এই ছবিতে প্রেমের সঙ্গে ভরপুর অ্যাকশন করতে দেখা য়াবে গুরুকে। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী নিমৃত অহলুওয়ালিয়া। ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ।
গুরু রান্ধাওয়া একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে জনপ্রিয় তারকায় পরিণত হয়েছে। তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর দি’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘পাটোলা’, ‘বান যা মেরি রানী’, ‘নাচ মেরি রানী’, ‘ড্যান্স মেরি রানী’, ‘ইশারে তেরে’, ‘স্লোলি স্লোলি’ ইত্যাদি।