গেল বছরের শেষের দিকে অস্কারজয়ী সঙ্গীতকার এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘটে সায়রা বানুর। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। বিচ্ছেদের পর রহমানের সঙ্গে নাম জড়ায় তার টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।
পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছুড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, এমনটাই যেন আরও একবার প্রমাণ করলেন এই প্রাক্তন দম্পতি।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সায়রা। তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন তার আইনি পরামর্শদাতা বন্দনা শাহ।
সেখানেই উল্লেখ রয়েছে স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিসহ সায়রার প্রাক্তন স্বামী এ আর রহমানের নাম, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।
সায়রা রহমনের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও বলেছেন, 'লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।'
উল্লেখ্য, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন সায়রা বানু। ২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা।