ফের স্করসেজি-ডিক্যাপ্রিও জুটি, আরও থাকছেন ডোয়াইন জনসন

হলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-22 13:11:21

আবারও জুটি হয়ে পর্দা কাঁপাতে আসছেন হলিউডের প্রবীণ ও জনপ্রিয় পরিচালক মার্টিন স্কোরসেজি এবং আইকনিক স্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। এই জুটির কালজয়ী সব চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিতে আসছে নতুন আরেক চলচ্চিত্র। আর তাতে আরও আছেন দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন ও হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এমিলি ব্লান্ট।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রাইম-থ্রিলার গল্পের সিনেমাটির জন্য মার্টিন স্করসেজি বেছে নিলেন হলিউডের তিন তারকাকে।

এমিলি ব্লান্ট

তারা হলেন লিওনার্দো ডিকাপ্রিও, ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। এর গল্প লিখেছেন সাংবাদিক ও লেখক নিক বিল্টন।

না গেছে, স্করসেজির বিখ্যাত দুই সিনেমা ‘গুডফেলাস’ ও ‘দ্য ডিপার্চার’-এর আঙ্গিকে হবে নতুন সিনেমাটি। ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অপরাধ জগেক ঘিরে গল্প।

এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও থাকছেন জনসন, ডিক্যাপ্রিও, এমিলিরা।

মার্টিন স্কোরসেজি,  ডোয়াইন জনসন ও লিওনার্দো ডিকাপ্রিও

স্কোরসেজি ও ডিক্যাপ্রিও প্রথমবার কাজ করেন ২০০২ সালে, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়। এরপর একে ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) এবং ‘দ্য কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় এই জুটির জাদু দেখেছে সিনেপ্রেমীরা।

এ সম্পর্কিত আরও খবর