সাইফ আলী খানের উপর আততায়ীর হামলার ঘটনা এখনও ‘টক অব দ্য টাউন’। বিনোদুনিয়া তো বটেই, সরগরম হয় রাজনৈতিক মহলও। প্রায় একমাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও প্রচুর! যদিও অস্ত্রোপচার শেষে সপ্তাহ দুয়েক আগেই বান্দ্রার বাড়ি ‘সদগুরু শরণে’ ফিরেছেন নবাব।
এরই মধ্যে গতকাল রবিবার বিকেলে ফের লীলাবতী হাসপাতালে ছুটতে হলো অভিনেতাকে। এদিন কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে দেখা গেল সাইফকে। হামলার ঘটনার পর থেকেই সাইফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার ঝলক আরো একবার দেখা গেল রবিবার। পাপারাজ্জিদের দেখে কোনো রকম কথাবার্তা বা অভিবাদন নয়, বরং এড়িয়েই গেলেন নবাব। তবে এদিনও সাইফের সঙ্গে দেখা যায়নি তার স্ত্রী কারিনা কাপুরকে!
ঠিক তার আগের দিন অর্থাৎ শনিবার কারিনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেল নেটপাড়ায়। বিয়ে-বিচ্ছেদ নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা কাপুর খান, যা নিয়ে সোশ্যালে বেশ হইচই! সেই পোস্টে সাইফের হামলার ঘটনার কোনও উল্লেখ নেই, বরং সেখানে জীবনের কঠিন সময়ে নম্র থাকার পাঠ দেওয়া হয়েছে।
কারিনার সেই পোস্টে লেখা, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সব থেকে বেশি স্মার্ট।’
এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে একাংশের অনুমান বেবো এমনিতেই এমন দর্শনমূলক পোস্ট করেছেন।
এদিকে, অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন যে বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ নেওয়া যাবে না। ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে। নবাবের খেয়াল রাখতে গোটা ‘সদগুরু শরণে’র বারান্দা আলোয় মুড়ে দিয়েছেন কারিনা কাপুর খান।
সাইফকে লীলাবতীর হাসপাতালে দেখে আবারও অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে জিজ্ঞেস করেছেন, সব ‘ঠিক আছে তো?’ জানা গেছে, এদিন রুটিন চেকআপের জন্যই হাসাপাতালে যেতে হয়েছে অভিনেতাকে।
গত ১৬ জানুয়ারি, ভোররাতে নিজের বাসভবনেই আততায়ীর ছুরিকাঘাতে গুরুতম আহত হন সাইফ আলী খান। দিন পাঁচেক হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফেরেন ‘নবাব’। সেলেব্রিটিদের অন্দরমহলে এমন মারাত্মক কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়েও মুম্বাই প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। তবে বলিউড অভিনতা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সেই ইস্যু নিয়ে জলঘোলা অব্যাহত! সাইফের ওপর আততায়ীর হামলার ঘটনা এখনো ‘টক অব দ্য টাউন’। প্রায় এক মাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা!