টাঙ্গাইল-জামালপুর ও শেরপুরে ৪৮ ঘণ্টা গ্যাস সংকট থাকতে পারে

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-02-05 09:59:53

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা টাঙ্গাইল জেলা, চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্রহ্মপুত্র বেসিন (বি-বি) ২৪" ব্যাস × ১০০০ পিএসআইজি গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিভ্রাট হতে পারে বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর