গ্লোবাল ইসলামী ব্যাংক ঢাকা জোনের ত্রৈমাসিক ব্যবসা মূল্যায়ন সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
সভায় চলতি বছরে শাখা, উপশাখাসমূহের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ঢাকা জোনের শাখা ব্যবস্থাপকগণ।