চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চবি সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজ পারভেজ। বক্তব্য রাখেন প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, ড. আনোয়ার হোসেন মিজি।
উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহিরুল কাইয়ুম, এজিএম নিয়াজ উদ্দিন, মো. বখতেয়ার উদ্দিন, ড. হাসিনা আফরোজ শান্তা, সেলিমুল হক, মুহাম্মদ ইসহাক, তাহমিদা খানম, শেখ আমিনুর ইসলাম।
সঞ্চালনা করেন নুসরাত জাহান ঐশী, বিল্লাল হোসেন, রিয়াজুল ইসলাম রিপন। অনুষ্ঠানে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থীরা হামদ, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
এসময় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির প্রেরণা জাগায়। আধ্যাত্মিক উন্নয়নের পথ দেখায়। শিক্ষার্থীদের কল্যাণকর জীবন গঠনে রোজা পালন ও কোরআনের শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।