পবিপ্রবি'র গাছ চুরির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেফতার ২
-
-
|

ছবি: বার্তা২৪.কম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির ৪৪টি গাছ কেটে ফেলার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুমকি উপজেলার পীরতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ মো. বাদল এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকালে ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তলা ভবনের পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটতে থাকেন অভিযুক্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পবিপ্রবির সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত মিয়া ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় গাছ জব্দ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, অভিযুক্ত আবু রায়হান মূলত বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত থাকলেও তাকে অধিকাংশ সময় উপজেলা পরিষদ ও ভূমি অফিসে দেখা যেত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আদালতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করর কথা জানানো হয়েছে।