৩ দফা দাবি দিয়ে অবরোধ স্থগিত করল শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2025-03-05 14:23:16

ঢাকা কেন্দ্রীক প্রশাসনিক কাঠামোর বিরুদ্ধে এবং ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ শেষ হয়েছে। তিন দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহী থেকে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সময় বেঁধে দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

এ সময় তিন দফা দাবি উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সh পাবলিক বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে, যাতে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত হয়।

ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্বর বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক বৈষম্যের শিকার হচ্ছি। শিক্ষা, প্রশাসন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবকিছুতেই ঢাকার একক আধিপত্য বজায় রাখা হচ্ছে। অথচ, দেশ গঠনে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগরিকের সমান ভূমিকা থাকা উচিত। আমাদের দাবি, রাষ্ট্রের প্রতিটি স্তরে সবার ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের এই দাবিগুলো নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ না নেওয়া হলে, তারা আবারও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। তবে আপাতত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা সবাইকে সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে, আন্দোলন স্থগিতের পর বিকেল থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম।

এ সম্পর্কিত আরও খবর