সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে শেষ হয়।
রোববার রাতে বনশ্রী ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো প্রতিরোধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদবোধ করছেন না, মানুষ আতঙ্কবোধ করছেন। এমন পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
আরেকজন জানান, মাঝ রাতে ঘুম ছেড়ে রাস্তায় নেমেছি। এই দায় অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থার সংস্কারের বিপরীতে দায়িত্বে অবহেলা আর সুশীলতার মাধ্যমে আজ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরম অবনতির দিকে নিয়ে যাওয়ার দায়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃদ্ধ, ব্যর্থ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে হবে। যদি সেটা না হয়, তাহলে মাঝ রাতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমেছি, সেভাবে সবাই সারা দেশের রাস্তায় নেমে যাব।
এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।