অনেক আছে তবু যে তার
আরো পাবার খিদে
লক্ষ টাকার গরু কিনে
কোরবানি দেয় ঈদে।
পাড়া জুড়ে হয় রটনা
তার গরুটার খ্যাতি
গরুর দামে গর্বিত হয়
আত্মীয় আর জ্ঞাতি।
কারো চোখে ধাঁ-ধাঁ লাগে
কাণ্ড কেমনতরো
গরু এবং ক্রেতার মাঝে
কোন্ গরুটা বড়?
গরু কিনে গরুর মতো
গর্ব দেখায় যারা
তাদের প্রতি লানত্ দেবে
খোদার ফেরেশতারা।