১.
সবার বঙ্গবন্ধু
সর্বজনীন নেতা তিনি, শ্রদ্ধাভাজন সবার
তাঁর জন্য নিষ্প্রয়োজন দলের নেতা হবার।
অথচ আজ তাঁকে দেখি বানিয়ে দলের নেতা
গর্ব করে দেখাচ্ছে কেউ প্রেমের আদিখ্যেতা।
বঙ্গবন্ধু সব বাঙালির, নন তো কোনো দলের
তাঁকে নিয়ে দুর্জনদের হয় না অভাব ছলের।
২.
মুজিব মানে
মুজিব মানে গণজোয়ার, উদ্দীপনা
মাটির টানে স্বদেশপ্রেমের শুদ্ধিপনা
ঘরে ঘরে দূর্গ গড়ার অমর কথা
মুজিব মানে যুদ্ধ শেষে স্বাধীনতা।
৩.
হাইব্রিড
হাইব্রিড প্রেমিকের বেড়ে গেছে সংখ্যা
তাই মনে ভীতি আর বাড়ছে আশংকা।
এইসব হাইব্রিড প্রেমিকেরা অতীতে
ভূমিকাও রেখেছিল মুজিবের ক্ষতিতে।
সেই কথা ভুলে যাওয়া একদম ঠিক না
হাইব্রিড কখনোই খাঁটি-স্বাভাবিক না।