নিকটের লাল দূরের মৃণাল
সম্ভাবনার
ছায়া-প্রজাপতি মেঘের মিনতি
কুল ইশারার
জটিল অদ্য কলা-নৈবদ্য
খেয়া নৌকার
রক্তের টান জাতি-সম্মান
মুক্ত জোয়ার
সম্পন্ন গুণ শুদ্ধ আগুন
কাল-সমতার
মাটির সুনাম মঙ্গলধাম
ভরা মমতার
জনকের মুখ শিখা উন্মুখ
সাফল্য-সার
এক মুজিবুর জ্যোতি ভরপুর
সারা বাংলার