ভারত নাকি নিউজিল্যান্ড-কে জিতবে শিরোপা?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চ। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড টানা তৃতীয়বার ফাইনালে উঠলো ভারত। আর চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

ভারত ২০১৩ সালে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপরের আসরে পাকিস্তানের কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল ভারতের। নিউজিল্যান্ড তাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ২০০০ সালে এই ভারতকে হারিয়েই। এরপর ২০০৯ সালে ফাইনালে খেললেও সেবার শিরোপা জিততে পারেনি কিউইরা। ২৫ বছর পর আবারও কোনো আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এবারের আসর মিলিয়ে এটি ভারতের পঞ্চম চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আর কিউইরা খেলবে তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।

বিজ্ঞাপন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা ভারত সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সহজেই। রোহিত শর্মার দল অজিদের হারিয়েছে ৪ উইকেটে। অন্যদিকে ভারতের গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে ওঠা নিউজিল্যান্ড অন্য গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৫০ রানে। এ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৩৬২ রানের রেকর্ড পুঁজি গড়ে কিউইরা।

ফাইনালকে সামনে রেখে কিছুটা এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ভারত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। তবে আইসিসি টুর্নামেন্টের নক আউটে দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে মিচেল স্যান্টনারের দল। আইসিসি নকআউটে ৪ বারের দেখায় ৩ জয় নিউজিল্যান্ডের।

বিজ্ঞাপন

২০০২ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিতেও কিউইদের কাছে হেরেছিল ভারত। এরপর টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও হারতে হয়েছিল রোহিতদের। যদিও ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল ভারত।

যদিও ওয়ানডেতে সর্বোপরি মুখোমুখি দেখায় এগিয়ে ভারত । এর আগে ওয়ানডেতে ভারত-নিউজিল্যান্ড দুই দল মুখোমুখি হয়েছে ১১৯ বার। যেখানে ভারতের ৬১ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ৫০ ম্যাচে। আর ফলাফল হয়নি ৮ ম্যাচে।