জেতা ম্যাচ হেরে গেল রংপুর
দুর্ভাগ্যই বলতে হবে রংপুর রাইডার্সের। গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে এসে জেতা ম্যাচটা হেরে গেল নুরুল হাসান সোহানের দল। নির্ধারিত খেলা টাই থাকার পর সুপার ওভারে খুশদিল শাহর বল উড়িয়ে ১২ রান তুলে রংপুর রাইডার্স। সোহান বল তুলে দেন জ্যাক চ্যাপেলের হাতে। কিন্তু পারলেন না তিনি!
বলা যায় বৈশ্বিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে হ্যাম্পশায়ারকে জয় উপহার দিল বাংলাদেশের দল রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৩ রানের লক্ষ্য ১ বল বাকি রেখে তুলে ফেলে হ্যাম্পশায়ার।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩২ রান তুলে হ্যাম্পশায়ার। ইংল্যান্ডের দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান তুলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। রংপুরের হয়ে পেসার জ্যাক চ্যাপেল ২৩ রানে ৫ উইকেট নেন। হারমিত সিং ২টি ও বাংলাদেশের সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে রংপুর রাইডার্সের দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার গড়েন ৪৬ রানের জুটি। ১২ বলে ২০ রান করেন টেলর। সৌম্যে করেন ২০ বলে ২৭।
এরপর আফিফ হোসেন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। অধিনায়ক নুরুল হাসান ও খুশদিল শাহর লড়ে দলীয় সংগ্রহ নিয়ে যান ১২০ রানে। এক পর্যায়ে ৬ উইকেট হাতে নিয়ে ১৯ বলে দরকার ছিল ১৩ রান। কিন্তু সেই সহজ লক্ষ্যটাও পূরণ করা হলো না বিপিএলের দল রংপুরের।
জয়ের জন্য শেষ ওভারে চাই ৭ রান। কিন্তু জেমস ফুলারের দাপুটে বোলিংয়ে হারমিত, সাইফউদ্দিন ও রিশাদ মিলে তুলেন ৬ রান। খেলা গড়ায় সুপার ওভারে।
সংক্ষিপ্ত স্কোর-
হ্যাম্পশায়ার: ২০ ওভারে ১৩২/১০ (মাসুদ ৫৬, আলি ওর ২৮, ফুলার ১২, প্রেস্ট ১২; চ্যাপেল ৫/২৩, হারমিত ২/১৩, সাইফউদ্দিন ১/২২, রিশাদ ১/২৩)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩২/৮ (সৌম্য ২৭, খুশদিল ২৫, নুরুল ২৪, টেলর ২০; ফুলার ৩/১৭, ডসন ২/২৩, ব্রিগস ১/১৮)।
সুপার ওভার-
রংপুর রাইডার্স: ১ ওভারে ১২/১
হ্যাম্পশায়ার: ০.৫ ওভারে ১৪/১
ফল: সুপার ওভারে জয়ী হ্যাম্পশায়ার
ম্যাচসেরা: শান মাসুদ।